২১ ফেব্রুয়ারী ২০২৩ - ১৮:১০
রাশিয়াকে সামরিক সহায়তার অভিযোগে যে প্রতিক্রিয়া জানালো তুরস্ক

পশ্চিমা নিষেধাজ্ঞা পাস কাটিয়ে তুরস্ক রাশিয়াকে সামরিক প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছে বলে আমেরিকার পক্ষ থেকে তোলা অভিযোগ প্রত্যাখ্যান করেছে আংকারা। গতকাল (সোমবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ প্রত্যাখ্যান করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

সাংবাদিকরা তার কাছে জানতে চান মার্কিন অভিযোগের ব্যাপারে তুরস্কের মন্তব্য কী। জবাবে তিনি বলেন, যদিও মস্কো ও আংকারা সম্প্রতি দিপক্ষীয় সম্পর্ক বাড়িয়েছে তবে তুরস্ক কখনো আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পাস কাটিয়ে রাশিয়াকে এমন কোনো প্রযুক্তি সরবরাহ করেনি যা সামরিক কাজে ব্যবহার করা যায়।

মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন সংঘাতের প্রথম থেকে তুরস্ক সুস্পষ্ট অবস্থান নিয়েছে এবং রাশিয়াসহ কোনো দেশের যুদ্ধজাহাজকে সামরিক উদ্দেশ্যে বসফরাস প্রণালী পার হতে দেয়নি।#

342/